কৃষকের জানালা পরিচিতি
কৃষকের জানালা
কৃষকের জানালা কৃষকদের ফসলের নানা সমস্যার দ্রুত ও কার্যকরভাবে সমাধান দেওয়ার একটি ডিজিটাল প্রয়াস। এখানে ছবি দেখে কৃষক/ ব্যবহারকারী ফসলের যেকোন সমস্যা চিহ্নিত করতে পারেন এবং চিহ্নিত ছবিতে ক্লিক করলেই সমস্যার সমাধান মনিটরে ভেসে উঠে।
সূচনা সংগীত
কৃষক মাঠে বীজ বুনে
সাথে রঙ্গিন এক স্বপ্নেরও হয় বোনা ।
ফলবে ফসল
ফলবে খাটি সোনা ।
সেই স্বপ্নটা ভেঙ্গে দিতে
শত্রুরা দেয় হানা ।
রোগ- বালাই
পোকা-মাকড়
কিংবা সারের ঘাটতি
সবই তো চাই জানা ।
সেই শত্রুদের জানতে
সেই শত্রুদের চিনতে
করতে মোকাবালা
আছে কৃষকের জানালা
কৃষকের কৃষকের কৃষকের জানালা ।
না না হারবো না
না না মানবো না
ফলবে ফসল
ফলবে খাটি সোনা ।
কৃষক মাঠে বীজ বুনে
সাথে রঙ্গিন এক স্বপ্নেরও হয় বোনা ।
কথা ও সূর : কৃষিবিদ ড. মোঃ আব্দুল মালেক
উদ্ভাবক
কৃষিবিদ ড. মোঃ আব্দুল মালেক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
মোবাইল: ০১৭১৬৯২৪৩৪৪
ই-মেইল:[email protected]
পরিচিতি:
জন্ম: ২০ জানুয়ারী, ১৯৮৪ লালমনিরহাট জেলার ভেলাগুড়ি গ্রাম। ২০০১ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০০৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিএজি (অনার্স), ২০০৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ব বিষয়ে এমএস এবং ২০২২ সালে আইসিটি ডিভিশনের ফেলো হিসাবে পিএইচডি ডিগ্রি অর্জন এবং ২০১০ সালে ২৮ তম বিসিএসের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি সম্প্রসারণ অফিসার হিসাবে যোগদান । কৃষকের জানালা বা ডিপিপিআইএস হল পেশাগত দায়িত্বটি সুচারুরুপে পালনের জন্য একটি উদ্ভাবনী প্রয়াস। সামান্য লিখালিখির শখ আছে। এ ক্ষেত্রে সামান্য অর্জন হল ‘নূরী পিয়ালদের গল্প’নামে একটি কিশোর উপন্যাস। জ্ঞানকোষ প্রকাশনী থেকে ২০১১ সালে প্রকাশিত এই কিশোর উপন্যাসটি পাঠকদের কাছে কিছুটা সমাদৃত। ছোট্ট একটা স্বপ্ন আছে- দেশের/ বিশ্বের সকল কৃষকের উপকারে আসবে এমন কিছু একটা করতে পারা।
কৃষকের জানালা টেকনিক্যাল এক্সপার্ট কমিটি (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)
১. ড. এসএম আবুল হোসেন, উপপরিচালক (তৎকালীন), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ময়মনসিংহ- কীটতত্ব বিশেষজ্ঞ ও চেয়ারম্যান (১ম- ৪র্থ সভা )
২. জনাব মোঃ আলতাবুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ময়মনসিংহ- কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ ও চেয়ারম্যান (৫ম- ১১ম সভা )
৩. ড. মোঃ আব্দুর রহিম, প্রফেসর, উদ্যানতত্ব বিভাগ ও পরিচালক, জার্মপ্লাজম সেন্টার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ- উদ্যানতত্ব বিশেষজ্ঞ ।
৪. ড. মোঃ আব্দুর রহমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (তৎকালীন), উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর- উদ্ভিদ রোগতত্ব বিশেষজ্ঞ।
৫. ড. মোঃ আতিকুর রহমান খোকন, প্রফেসর, উদ্ভিদ রোগতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ- উদ্ভিদ রোগতত্ব বিশেষজ্ঞ।
৬. ড. মোঃ তাহমিদ হোসেন আনছারী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর- উদ্ভিদ রোগতত্ব বিশেষজ্ঞ।
৭. ড. মোঃ ইকবাল ফারুক, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা , উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর- উদ্ভিদ রোগতত্ব বিশেষজ্ঞ।
৮. ড. খন্দকার শরীফুল ইসলাম, প্রফেসর, কীটতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও সদস্য, বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি (পিটাক)- কীটতত্ব বিশেষজ্ঞ ।
৯. ড. মাহবুবা জাহান, প্রফেসর, কীটতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ- কীটতত্ব বিশেষজ্ঞ ।
১০. ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার, সহযোগী প্রফেসর, কীটতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ- কীটতত্ব বিশেষজ্ঞ ।
১১. ড. মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ - মৃত্তিকা বিজ্ঞান বিশেষজ্ঞ ।
১২. ড. মোঃ আনিসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, ময়মনসিংহ - মৃত্তিকা বিজ্ঞান বিশেষজ্ঞ ।
১৩. ড. মোঃ মুনজুরুল ইসলাম,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, কৃষিতত্ত্ব বিভাগ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট - কৃষিতত্ব বিশেষজ্ঞ ।
১৪. ড. জে, সি পন্ডিত, রিজিওনাল কোঅর্ডিনেটর, আইএফএমসি প্রকল্প -তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ।
১৫. জনাব মোঃ আহসানুল বাসার, উপজেলা কৃষি অফিসার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ - কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ ।
১৬. মোঃ আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ অফিসার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ -কৃষিতত্ব বিশেষজ্ঞ ও সদস্য সচিব।
এছাড়াও কৃষকের জানালাকে অধিকতর মতামতসমৃদ্ধ করে প্রমিত করার জন্য নিম্নোক্ত বিশেজ্ঞগণকে আমন্ত্রিত বিশেষজ্ঞ হিসাবে বিভিন্ন সময় সভায় আমন্ত্রণ জানানো হয়:
- জনাব শেখ হেমায়েত হোসেন, পরিচালক (তৎকালীন), সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকা- আমন্ত্রিত বিশেষজ্ঞ (কৃষি সম্প্রসারণ)
- জনাব সুভাষ চন্দ্র দেবনাথ, অতিরিক্ত পরিচালক (তৎকালীন), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ- আমন্ত্রিত বিশেষজ্ঞ (কৃষি সম্প্রসারণ)
- ড. মুহাম্মদ মাতহূরুল হক, উপপরিচালক (তৎকালীন), অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ- আমন্ত্রিত বিশেষজ্ঞ (কৃষি সম্প্রসারণ)
- ড. মুহাম্মদ জিয়াউল হক, প্রফেসর ও বিভাগীয় প্রধান, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ- আমন্ত্রিত বিশেষজ্ঞ (কৃষি সম্প্রসারণ)
- ড. মোঃ মনিরুজ্জামান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মমর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর- আমন্ত্রিত বিশেষজ্ঞ (উদ্যানতত্ব)
- ড. মোহাম্মদ আলী- আঞ্চলিক পরিচালক(তৎকালীন), কৃষি তথ্য সার্ভিস, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ- আমন্ত্রিত বিশেষজ্ঞ (কৃষি সম্প্রসারণ)
- জনাব মোঃ নুর আলম- উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মমর্তা, কীটতত্ব বিভাগ (পিএইচডি ফেলো), বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা- আমন্ত্রিত বিশেষজ্ঞ (কীটতত্ব)
- জনাব বিভূতি ভূষণ সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার (তৎকালীন), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ময়মনসিংহ- আমন্ত্রিত বিশেষজ্ঞ (কৃষি সম্প্রসারণ)
- জনাব নিতাই চন্দ্র বণিক, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, কেওয়াটখালী, ময়মনসিংহ- আমন্ত্রিত বিশেষজ্ঞ (উদ্যানতত্ব)
- জনাব মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ময়মনসিংহ- আমন্ত্রিত বিশেষজ্ঞ (উদ্যানতত্ব)
- ড. মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ময়মনসিংহ- আমন্ত্রিত বিশেষজ্ঞ (কৃষি সম্প্রসারণ)
- জনাব মোহাঃ আজম উদ্দীন, ওয়েবম্যানেজার, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকা- আমন্ত্রিত বিশেষজ্ঞ (আইসিটি)
যেসব উৎস থেকে
তথ্য নেয়া হয়েছে
- টেকনিক্যাল এক্সপার্ট কমিটি- কৃষকের জানালা, ডিপিপিআইএস প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
- ডিজিজ কম্পেন্ডিয়াম সিরিজ - অ্যামেরিকান ফাইটো প্যাথোলজিকাল সোসাইটি ।
- প্ল্যান্টওয়াইজ ফ্যাক্টশিটস- প্ল্যান্টওয়াইজ নলেজ ব্যাংক, কাবি।
- কৃষি প্রযুক্তি হাত বই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর।
- বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর।
- কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয় ।
- ফলগাছের বংশবিস্তার ও মাতৃবাগান ব্যবস্থাপনা – প্রফেসর ড. এম.এ রহিম, কর্মসুচি পরিচালক, ফলগাছ উন্নয়ন কর্মসূচি ও প্রফেসর, উদ্যানতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ।
- সবজি ফসলের ক্ষতিকারক পোকামাকড় ও তাদের সমন্বিত দমন ব্যবস্থাপনা – ড. সৈয়্দ নূরুল আলম ও অন্যরা, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- প্রাকৃতিক উপায়ে উদ্ভিদ ও ফসলের বালাই দমন – মৃত্যুঞ্জয় রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
- ইক্ষু প্রযুক্তি হ্যান্ড বুক: বিএসআরআই উদ্ভাবিত ইক্ষু প্রযুক্তির বিবরণী- মোঃ খাইরুল বাশার ও অন্যরা, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ।
- ফলের সংগ্রত্তোর রোগ-বালাই ব্যবস্থাপনা- ড. মোঃ আব্দুর রহমান ও অন্যরা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- ধান চাষের সমস্যা (পরিবর্তিত সংস্করণ ) - ড. মোঃ শমসের আলী ও অন্যরা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- ধান ফসলের বালাই নির্ণয় ও তার প্রতিকার – চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম, ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকা,
- সবজি ফসলের রোগ – বালাই ও প্রতিকার - ড. মোঃ আব্দুর রহমান ও অন্যরা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- আমের পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনা – সৈয়্দ নূরুল আলম ও অন্যরা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- আনডারইউটিলাইজড ফ্রুটস ইন বাংলাদেশ – প্রফেসর ড. এম.এ রহিম ও অন্যরা ।
- ধান ও সবজি ফসলের পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা – কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম ও অন্যরা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা ( আইপিএম) ২য় পর্যায় প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকা,
- বেগুনের প্রধান প্রধান রোগবালাই ও তার দমন ব্যবস্থাপনা – মোঃ মিজানুর রাহমান ও অন্যরা, আঞ্চলিক কৃ্ষি গবেষণা কেন্দ্র, জামালপুর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- আমের রোগ ও প্রতিকার – মোঃ মোশারফ হো্সেন ও অন্যরা, আঞ্চলিক কৃ্ষি গবেষণা কেন্দ্র, চাপাইনবাবগঞ্জ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- মসলা ফসলের আধুনিক চাষ পদ্ধতি –প্রফেসর ড. এম.এ রহিম ও অন্যরা, মসলা জাতীয় ফসলের এ্যাকশন প্লান প্রকল্প, উদ্যানতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
- ফলজ বৃক্ষ ও ফলের রোগ বালাই এবং দমন ব্যবস্থা – ড. মোঃ আব্দুর রহমান ও অন্যরা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- কুলের চাষাবাদ পদ্ধতি রোগবলাই ও পোকামাকড় দমন ব্যবস্থা – মোঃ শরফ উদ্দিন ও অন্যরা, আঞ্চলিক কৃ্ষি গবেষণা কেন্দ্র, চাপাইনবাবগঞ্জ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- মসলার চাষ - মৃত্যুঞ্জয় রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।
- ফলবাগানের পোকামাকড় - আউয়াল আহমেদ ও মৃত্যুঞ্জয় রায় ।
- মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা – ড. মোঃ আনিসুর রহমান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ।
- ফসলের বালাই ব্যবস্থাপনা - মোঃ হাসানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।
- আধুনিক কৃষি প্রযুক্তি-১ ও ২ - মোঃ জসীম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
- মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার - মৃত্তিকা বিজ্ঞান বিভাগ , বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর।
- টমেটো গাছে অত্যাবশ্যকীয় পুষ্টির অভাবজনিত লক্ষণ ও প্রতিকার - মৃত্তিকা বিজ্ঞান বিভাগ , বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর।
- পরিবর্তিত জলবায়ু ও ধান ভিত্তিক কৃষি প্রযুক্তি - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- বছরে এক জমিতে চার ফসল ভিত্তিক ফসলধারা - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- হাইড্রোপনিক পদ্ধতিতে, সবজি ও ফল উৎপাদন প্রযুক্তি – উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ।
- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মিষ্টি তেঁতুলের আধুনিক চাষাবাদ পদ্ধতি – ড. মোঃ মহব্বত উল্ল্যা ও অন্যরা, পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ি ।
যাদের কাছে কারিগরি সহায়তা, অনুপ্রেরনা, তথ্য, তত্ব ও পরামর্শের জন্য কৃতজ্ঞ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)
- একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ।
- টেকনিক্যাল এক্সপার্ট কমিটির সকল সম্মানিত সদস্য ।
- সচিব, কৃষি মন্ত্রণালয় ।
- মহা পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকা ।
- মহা পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট(বারি), গাজীপুর।
- মহা পরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট(ব্রি), গাজীপুর।
- মহা পরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা), ময়মনসিংহ।
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট।
- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
- অ্যামেরিকান ফাইটো প্যাথোলজিকাল সোসাইটি ।
- কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয় ।
- অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল।
- উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ময়মনসিংহ।
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা ।
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল উপসহকারি কৃষি কর্মকর্তা ।
- কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ।
- উদ্ভিদ রোগতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ।
- কীটতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ।
- উদ্ভিদ রোগতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট(বারি), গাজীপুর।
- উদ্ভিদ রোগতত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট(ব্রি), গাজীপুর।
- উদ্ভিদ রোগতত্ব বিভাগ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা), ময়মনসিংহ।
- জনাব বনানী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ ।
- জনাব আহসানুল বাসার, উপজেলা কৃষি অফিসার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ ।
- ড. নাছরিন আক্তার বানু, অতিরিক্ত কৃষি অফিসার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ ।
- জনাব আসাদুর রহমান শাকিল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ।
- জনাব রায়হান কবির, এমআইএসটি ।
- জনাব বিল্লাল হোসেন, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ ।
- পাভেল সারওয়ার, বাংলাফায়ার সলিউশন লিমিটেড
- সকল উপসহকারি কৃষি অফিসার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ ।
কৃষকের জানালা অ্যাপ লিংক: