১. কৃষকের জানালা এপটি গুগল প্লে ষ্টোর থেকে ডাউনলোড করুন করুন

২. কৃষককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার ফসলের সমস্যার ধরনটি জেনে নিন

৩. তার ফসলের সমস্যা সংক্রান্ত ছবিগুলো পর্যায়ক্রমে তাকে দেখান

৪. তার চিহ্নিত করা ছবিতে ক্লিক করুন

৫. সমাধানটি তাকে বুঝিয়ে দিন

৬. সম্ভব হলে সমাধানের একটি কপি প্রিন্ট করে তাকে সরবরাহ করুন

৭. আপনার দৃষ্টিতে কৃষক যদি সঠিক সমস্যাটি চিহ্নিত না করে থাকে তবে তাকে সঠিক সমস্যা চিহ্নিত করতে সাহায্য করুন

৮. কৃষকের চিহ্নিত করা সমস্যার সাথে আপনি একমত না হলে মাঠ পরিদর্শন করে সমাধান দিন।

৯. সমাধান দেওয়ার সময় নিচের বিষয়গুলো বিবেচনা করুন:

# কতটুকু জমি আক্রান্ত হয়েছে

# কবে থেকে লক্ষণ দেখা যাচ্ছে

# এর আগে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না

# মাটির আর্দ্রতা

# ফসলের জাত

# ফসলের বয়স

# বীজ/ চারার উৎস

# জমিতে কি কি সার কি পরিমানে এবং কিভাবে দেওয়া হয়েছিল

# পূর্ববর্তী ফসল

# পূর্ববর্তী ফসলে কি কি সার কি পরিমাণে এবং কিভাবে দেওয়া হয়েছিল

# জমি ভালভাবে সমান করে তৈরি করা হয়েছিল কি না

# কি কি আন্তঃপরিচর্যা করা হয়েছে

# বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি

১০. অপেশাদার ব্যবহারকারিগণ সমস্যার সাথে ছবি সতর্কতার সাথে মিলিয়ে নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

ঘোষণা: কৃষকের জানালা কৃষকদের ফসলের সমস্যা চিহ্নিত করে সমাধান দেয়ার সহায়ক উপকরণ মাত্র। সমস্যা সমাধানে বিশেষজ্ঞগণের পরামর্শই চুড়ান্ত।