এরা ডিগ পাতার মোড়কের ভেতরে ও বাইরে রস চুসে খায়। এর আক্রমন বেশি হলে পাতায় কালচে বাদামী দাগ দেখা যায় । গাছে পিপীলিকা উপস্থিতি দেখা যায়।

এর প্রতিকার হল

১. আক্রান্ত গাছের উপরিভাগ পোকাসেহ কেটে অপসারণ করা। ২. আক্রান্ত গাছের কুচকিতে অর্থাৎ পাতার গোড়ায় নিম্ফ ও পূর্ণবয়স্ক পোকা লুকিয়ে থাকে। তাই সেখানে হাত দিয়ে চেপে ধরে পোকা মারা যায়

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. মুড়ি আখ চাষ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. আধুনিক জাতের আখ চাষ করুন

২. আখ কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলুন ।