আখে বোরনের অভাব জনিত লক্ষণ প্রকাশ পায় কচি পাতায় সাধারণভাবে অপরিনত পাতা বিবর্ণ হয় এবং পাতার অগ্রভাগ কুঞ্চিত হয় । কান্ডের শীর্ষস্ত ভাজক কলা মারা যায় । কচি আখের পাতা ভংগুর হতে পারে এবং এটি বিশেষত: পাতার কিনারা বরাবর ঘটে । কচি গাছের কুশির সংখ্যা অস্বাভাবিক হয়ে গুচ্ছ রূপ দারণ করে । পাতা বিকৃত হয় এবং পাতার কিনারার কাছাকাছি জায়গায় স্বচ্ছ ক্ষত বা পানির থলি লক্ষ্য করা যায় ।

এর প্রতিকার হল: মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার প্রয়োগ করুন।