লক্ষণ:
১. গাছের বয়স্ক
পাতা হলুদ হয়ে যায়।
২. নাইট্রোজেনের
বেশি ঘাটতি হলে পাতা মরে যায় ।
৩. নাইট্রোজেনের
ঘাটতির কারণে গাছে কুশির সংখ্যা কম হয়, পাতা ছোট হয় এবং গাছের বৃদ্ধি কমে যায় ।
ব্যবস্থাপনা:
তাৎক্ষণিক করণীয়
হিসাবে শতাংশ প্রতি ৩০০ গ্রাম ইউরিয়া প্রয়োগ করুন।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
* একেবারে গোড়া
থেকে ধান কেটে ক্ষেত নাড়াশুন্য করবেন না।
* জমিতে এলোপাথারি
সার কীটনাশক ব্যবহার করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. ধান কাটার পর
চাষ দিয়ে নাড়া ভালভাবে জমিতে মিশিয় দিন অথবা শুকিয়ে নিয়ে নাড়া জমিতেই পুড়িয়ে ফেলুন।
২. মাটি পরীক্ষা
করে জমিতে সুষম সার প্রয়োগ করুন
৩. মাটিতে জৈব
সার প্রয়োগ করুন ।
৪. ধানের চারা
রোপনের এক সপ্তাহ পর গুটি ইউরিয়া প্রয়োগ করুন