ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। এতে পাতায় ও ফলে দাগ দেখা যায় এবং শুকিয়ে ফেটে যেতে থাকে ।
এর প্রতিকার হল:
১. আক্রান্ত ফল,পাতা ও ডগা অপসারণ করা।
২. (এজোক্সিস্ট্রবিন+ ডাইফেনকোনাজল ) গ্রুপের ছত্রাকনাশক যেমন:এমিস্টার টপ ৩২.৫ ইসি বা এডিটপ ৩২.৫ ইসি ১ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. ক্ষেত অপরিচ্ছন্ন রাখবেন না
পরবর্তীতে যা যা করবেন
১.রোগমুক্ত বীজ ব্যবহার করা
২. বীজ লাগানোর আগে প্রোভ্যাক্স প্রতি কেজি বীজের জন্য ২.৫ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করা ।