এ পোকা দেখতে লম্বাটে
ও লাল রংঙের। এরা বোল বা ফলের রস চুষে খায়। এ পোকার আক্রমণে অনেক সময় তুলার রং নষ্ট
হয়।
প্রতিকার
পোকাসহ আক্রান্ত
ডগা, পাতা ও ডাল দেখা মাত্রা তা সংগ্রহ করে ধ্বংস করা ।
আক্রমণ বেশি হলে
প্রতি লিটার পানিতে ম্যালাথিয়ন বা সুমিথিয়ন ২ মিঃলি মারসাল ২০ ইসি ১মিঃলিঃ ডায়ামেথয়েট
৪০ ইসি ২মিঃলিঃ মিশিয়ে স্প্রে করা।