এ রোগ হলে বয়স্ক পাতায় দাগ দেখা যায়, ক্রমেই তা কান্ড ও ফলেও দেখা যায়।

এর প্রতিকার হল:

১. কার্বেন্ডাজিম + ইপ্রোডিয়ান গ্রুপের সেল্টার ৫২.৫ডব্লিউপি  বা হিপ্রোজিম  ৫২.৫ডব্লিউপি বা হামা  ৫২.৫ ডব্লিউপি ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ২ বার স্প্রে করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না

২. ১৫ নভেম্বরের পর সরিষা বপন করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. আগাম সরিষা বপন করুন ।

২. উন্নত জাতের সরিষা বপন করুন ।

৩. সরিষা বপনের পূর্বে কেজি প্রতি ২.৫ গ্রাম প্রোভ্যাক্স বা কর্বেন্ডাজিম মিশিয়ে বীজ শোধন করুন।