এ পোকার কীড়া পাতা খেয়ে সরিষার ক্ষতি করে থাকে ।

 

এর প্রতিকার হল

১. হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলা

২. পোকাসহ আক্রান্ত ডগা অপসারণ করা।

৩. ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক যেমন: ফাইফানন ৫৭ ইসি ২ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

 

পরবর্তীতে যা যা করবেন না

১. ১৫ নভেম্বরের পর সরিষা বপন করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. আগাম সরিষা বপন করুন

২. উন্নত জাতের সরিষা বপন করুন ।