লক্ষণ

বয়স্ক গাছেই এ রোগের আক্রমণ বেশি হয় । পাতার নিচের দিকে প্রথমে মরিচা পড়ার ন্যায় সামান্য উচু বিন্দুর মত দাগ দেখা যায় । আক্রমণ বেশি হলে পাতার উপরের পিঠে এ রোগ দেখা যায় ।

 

প্রতিকার

* রোগ প্রতিরোধী জাতের চাষ করা ।

* আক্রান্ত পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা ।

* ফসল কাটার পর পরিত্যক্ত গাছ, আগাছ বা নাড়া পুড়ে ফেলা ।

* এ রোগ দেখা দিলে কার্বান্ডাজিম + ম্যানকোজেব গ্রুপের ম্যানসার ৭৫ ডব্লিউপি বা ক্যাম্পানিয়ন ৭৫  ডব্লিউপি ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা অথবা কার্বান্ডাজিম + টেট্রাকোনাজল গ্রুপের ইমিনেন্ট প্রো ২ মি./লি. / প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা। 

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. ক্ষেতের আশ পাশ অপরিচ্ছন্ন রাখবেন না

পরবর্তীতে যা যা করবেন

১. নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন

২. ফসল সংগ্রহের পর পরিত্যাক্ত অংশ পুড়িয়ে ফেলুন