লক্ষণ

এর আক্রমণে পাতা কুঁকড়ে যায়। পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে ।

 

প্রতিকার

·      গাছের আক্রান্ত অংশ অপসারণ করা

·      প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা

·      পরিস্কার পানি জোরে স্প্রে করা

·      ক্ষেত পরিস্কার/পরিচ্ছন্ন রাখা ।

·      হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা ।

·      তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা ।

·      বেশি পোকা দেখা দিলে এডমায়ার ২০ এসএল ০.৫ মিলি./লি হারে পানিতে শিশিয়ে স্প্রে করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন

১. আগাম বীজ বপন করা

২. সুষম সার ব্যবহার করা