লক্ষণ :

যে কোন বয়সে এ রোগের আক্রমণ হয় , গাছ বাদামী হয়ে যায় ও বেশী আক্রমণে গাছ মারা যায়।

 

প্রতিকার :

১. আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা।

২.ডাইথেন এম-৪৫ প্রতি লিটার পানিতে ২ গ্রাম মিশিয়ে স্প্রে করা ।

৩. অতিরিক্ত সেচ পরিহার করা ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. শস্য পর্যায় অনুসরন করুন

২. উন্নত জাতের মসুর চাষ করুন।