লক্ষণ:

১. ধান গাছ মাঝে মাঝে খাটো হয় বা বসে যায় ।

২. পাতা গাঢ় সবুজ রং ধারণ করে ।

৩. কুশি কম হয় ।

৪. পুরোনো পাতা অনেক সময় কমলা রং ধারণ করে

 

ব্যবস্থাপনা:

শেষ চাষের সময় জমিতে পরিমিত পরিমাণে টিএসপি বা ডিএপি সার প্রয়োগ করতে হবে।

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

 

পরবর্তীতে যা যা করবেন

১. জমি তৈরীর সময় জমি ভালভাবে সমান করুন।

২. মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার প্রয়োগ করুন

৩. মাটিতে জৈব সার প্রয়োগ করুন ।