লক্ষণ:

পিছনের দুটো পা লম্বা হওয়ার কারণে এরা লাফিয়ে চলে । এদের গায়ের রং হালকা সবুজ অথবা হলদে বাদামী রং এর হয়ে থাকে । বিভিন্ন প্রজাতি এক সাথে অনেক সংখ্যায় ক্ষেত আক্রমণ করে বাচ্চা ও পূর্ণবয়স্ক উভয়ই ধান্ ফসলের ক্ষতি করে । মধ্যশিরা বাদে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলতে পারে । আউশ ফসলে এদের প্রাদুর্ভাব বেশী, রোপা আমন ফসলে ও এদের আক্রমণ দেখতে পাওয়া যায় ।

 

ব্যবস্থাপনা:

ডাল পুঁতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করা ।

* আলোর ফাঁদ ব্যবহার করা ।

* শতকরা ২৫ ভাগ ধানের ক্ষতিগ্রস্থ হলে অনুমোদিত কীটনাশক যেমন- ডায়াজিনন- ৬৮৮ মিলি/একর কার্বোসালফান ৬০০ মিলি/একর