এ সমস্যা হলে চারা সাদা হয়ে যায়, বৃদ্ধি থেমে যায়। 

এর প্রতিকার হল:
১. সকাল বেলা চারার গায়ে জমে থাকা শিশির ভেঙ্গে দেয়া
২. রাতের বেলা বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দেয়া
৩. রাতের বেলা বীজতলায় পানি ঢুকিয়ে সকালে তা বের করে দেয়া।
৪.পটাশ সার ১০ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১.ছায়া যুক্ত স্থানে বীজতলা তৈরি করবেন না
২. এলো মেলো ও ঘনকরে বীজতলা তৈরি করবেন না

পরবর্তীতে যা যা করবেন

১. সম্ভব হলে শুকনো বীজতলা তৈরি করুন: বোরো মৌসুমে ভালভাবে তৈরি করা শুকনা বীজতলায় অঙ্কুরিত বীজ বুনে তার উপর অল্প পরিমানে ঝুড়ঝুড়ে মাটি ছিটিয়ে দিয়ে পুরো বীজ তলা সাদা পলিথিন দিয়ে ঢেকে রাখুন
২. আদর্শ বীজতলা তৈরি করুন
৩. রোদ্র যুক্ত স্থানে বীজতলা তৈরি করুন।