লক্ষণ:
গলমাছি দেখতে অনেকটা মশার মত, পেটটা উজ্জল
লাল রংএর । স্ত্রী গলমাছি মূল পাতার উপর একটি করে ডিম পাড়ে । ডিম থেকে কীড়া পুত্তলীতে
পরিণত হয় । এর আক্রমণে ধানের ডিগপাতা পেঁয়াজ পাতার মতো নলাকার হয়ে যায় ।
ব্যবস্থাপনা:
• অন্যান্য পোকার মত এ পোকার বিরুদ্ধে এখনও একাদিক দমন ব্যবস্থা উদ্ভাবন
হয়নি । কীটনাশক দিয়ে দমন করাই প্রধান ব্যবস্থা । ডায়াজিনন গ্রুপের কীটনাশক যেমন: রাজধান
১০ জি ১৬.৮০ কেজি/ হেক্টর হারে প্রয়োগ করা অথবা ফেনথোয়েট গ্রুপের কীটনাশক যেমন: সিডিয়াল
৫০ এল ৩ মিলি/ লি হারে পানিতে মিশিয়ে বিকালে স্প্রে করা ।