এ রোগ দেখা দিলে কান্ডে পানি ভেজা কালো দাগ দেখা যায় ।
এর প্রতিকার হল:
১. পানি নিস্কাষনের ভাল ব্যবস্থা করা।
২. কার্বন্ডাজিম + ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন- ম্যানসার ৭৫ ডব্লিউপি বা কম্পানিয়ন ৭৫ ডব্লিউপি ২ গ্রাম / লিটার হারে পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২ বার স্প্রে করা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না:
১. একই জমিতে বার বার তিল চাষ করবেন না
পরবর্তীতে যা যা করবেন:
১. রোগসহনশীল চাতের চাষ করুন।
২. মিশ্র ফসল চাষ করুন।