ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। এতে পাতার বোটায়, কান্ডে ও ফলে পচন ও সাদা তুলার মত বস্তু দেখা যায় ।

এর প্রতিকার হল :

১. স্প্রিংকলার সেচের পরিবর্তে প্লাবন সেচ দেয়া।

২. আক্রান্ত ফল,পাতা ও ডগা অপসারণ করা।

৩. বীজ লাগানোর আগে গভীরভাবে চাষ দিয়ে জমি তৈরী করা । ৪. প্রপিকোনাজলগ্রুপের ছত্রাকনাশক যেমন: টিল্ট ২৫০ ইসি ০.৫ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ৩ বার শেষ বিকেলে স্প্রে করা।

 

পরবর্তীতে যা যা করবেন না

১. দেরিতে সূর্যমুখী বপন করবেন না

পরবর্তীতে যা যা করবেন

১. আগাম সরিষা বপন করুন

২. উন্নত জাতের সরিষা বপন করুন ।