সাদা সাদা অসংখ্য পোকা একসাথে থাকে কখনও কখনও বিচ্ছিন্ন ভাবেও থাকে।এরা এক ধরনের আঠালো মিষ্টি রস নিঃস্বরণ করে যা খাবার জন্য পিপিলিকার আগমন ঘটে। এর আক্রমন বেশি হলে শুটি মোল্ড ছত্রাকের আক্রমন ঘটে এবং আক্রান্ত অংশ এমনকি পুরো গাছ মরে যায় ।

 

এর প্রতিকার হল

 

১.প্রাথমিক অবস্থায় হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলা

২. পোকাসহ আক্রান্ত অংশ অপসারণ করা

৩. আইসোপ্রোকার্ব গ্রুপের কীটনাশক যেমন: মিপসিন ২.৬ গ্রাম / লি. হারে বা ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন: অ্যাডমায়ার বা ইমিটাফ বা টিডো ১ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

 

১. ক্ষেতের আশ পাশ অপরিচ্ছন্ন রাখবেন না

পরবর্তীতে যা যা করবেন

১. নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন