লক্ষণ

পূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে । পূর্ণ বয়স্করা চারা গাছের বেশি ক্ষতি করে । এরা পাতা ছোট ছোট ছিদ্র করে খায় । আক্রান্ত পাতায় অসংখ্য ছিদ্র হয় । এরা ফুলের পাপড়ীও ক্ষতিগ্রস্ত করে ।

 

প্রতিকার

 

১. হাত জাল দ্বারা পোকা সংগ্রহ করে মেরে ফেলা ।

২.পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদ ।

৩. সম্ভব হলে ক্ষেত জাল দিয়ে ঢেকে দেওয়া ।

৪. আক্রান্ত গাছে ছাই ছিটানো

৫. ০.৫% ঘনত্বের সাবান পানি অথবা ৫ মিলি তরল সাবান প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা ।

৬. ৫০০ গ্রাম নিম বীজের শাঁস পিষে ১০ লিটার পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে তা ছেঁকে আক্রান্ত ক্ষেতে স্প্রে করলে উপকার পাওয়া যেতে পারে ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন

১. আগাম বীজ বপন করা

২. সুষম সার ব্যবহার করা