আমের পাউডারি মিলডিউ রোগ হলে পাতায় ও মুকুলে
পাউডারের মত বস্তু লেগে থাকতে দেখা যায় । আমের এ রোগটি ছত্রাকের আক্রমণে হয় । এর আক্রমনে
মুকুল ঝড়ে গিয়ে শুধু দন্ডটি দাড়িয়ে থাকে ।
প্রতিকার:
১. সময়মত প্রুনিং করে গাছ পরিস্কার পরিচ্ছন্ন
রাখা
২. সালফার বা মেনকোজেব বা প্রপিকোনাজল গ্রুপের
ছত্রাক নাশক যেমন: টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি/ লি. বা নোইন ৫০ ডব্লিউপি ২ গ্রাম / লিঃ
বা জেনথো ৫ ইসি ১মিলি / লি. বা ওয়ানজেব ৮০ ডব্লিউপি ২ গ্রাম/ লিঃ হারে পানিতে মিশিয়ে
৫-৭ দিন পর পর ২ বার স্প্রে করা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না
পরবর্তীতে যা যা করবেন
১.ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের
বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন
২. পরিস্কার করার পর একাটি ছত্রাক নাশক ও
একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন
৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।