এটি একটি শরীরতাত্বিক
রোগ । বাতাসে কোন কোন গ্যাস বিশেষত কার্বন মনো অক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে এ রোগ দেখা
যায় । আমের আগার অংশ কাল হয়ে যায়, যায় এবং ভেতরের ভক্ষণযোগ্য অংশ নরম হয়ে নষ্ট হয়ে
যায়।
এর প্রতিকার হল
১. রোরাক্স অথবা
কস্টিক সোডা ৬ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. ইট ভাটার কাছাকাছি
আম বাগান করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১.ফল সংগ্রহ শেষ
হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা
ছাটাই করে পরিস্কার করে দিন
২. পরিস্কার করার
পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন
৩. ইট ভাটায় উচু
চিমনি ব্যবহার করার ব্যবস্থা নিন
৪. ইট ভাটা থেকে
কমপক্ষে ৫ কি.মি দূরে আমবাগান স্থাপন করুন