ক্ষতির লক্ষণ
তুলার মত কুশন
আকৃতির এ পোকা আম গাছের পাতা, পাতার বোঁটা, কচি ডগা এবং ফল হতে রস চুষে খেয়ে গাছের
ক্ষতি করে । এরা দু’ভাবে ক্ষতি করে থাকে । প্রথমতঃ রস চুষে খাওয়ার ফলে গাছের জীবনীশক্তি
হ্রাস পায় । দ্বিতীয়তঃ রস চুষে খাওয়ার সময় এরা গাছের রসের মধ্যে এক প্রকার বিষাক্ত
পদার্থ অন্তঃক্ষেপ করে । ফলে আক্রান্ত পাতা, ডগা ও ফলের উপর হলদে দাগ দেখা যায় । মারাত্মকভাবে
আক্রান্ত গাছের সমস্ত পাতা ফ্যাকাশে হয়ে যেতে পারে
সমন্বিত ব্যবস্থাপনা
১. প্রাথমিক অবস্থায়
হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলা
২. ব্রাশ দিয়ে
ঘসে পোকা মাটিতে ফেলে মেরে ফেলা ।
৩. ইমিডাক্লোপ্রিড
গ্রুপের কীটনাশক যেমন : ইমিটাফ বা টিডো বা অ্যাডমায়ার ২ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে
স্প্রে করা।