লক্ষণ :

চারা আবস্থায় ও ফুল আসার আগে এ রোগের আক্রমণ হয় ও বেশী আক্রমণে গাছ মারা যায়। নিচের পত্রফলকে চকলেট রং এর ফ্যাকাসে দাগ দেখা যায়। কান্ডেও এনথ্রাকনোজ রোগের লক্ষণ দেখা যায়।

 

প্রতিকার :

১. আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা।

২.কপার অক্সক্লোরাইট প্রতি লিটার পানিতে ২ গ্রাম মিশিয়ে স্প্রে করা ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. শস্য পর্যায় অনুসরন করুন

২. বপনের পূর্বে কেজি প্রতি ২.৫ গ্রাম প্রোভ্যাক্স বা কর্বেন্ডাজিম মিশিয়ে বীজ শোধন করুন।