লক্ষণ:

এ পোকা ফলের বোঁটার কাছে ছিদ্র করে ভিতরে ঢোকে এবং বীজকে আক্রমণ করে । পরে ছিদ্রের মুখে বাদামী রংয়ের এক প্রকার করাতের গুড়ার মত মিহি গুড়া উৎপন্ন করে । এতে ফল নষ্ট এবং বাজার মূল্যে কমে যায় ।

 

প্রতিকার:

লিচু বাগান নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা ।

 আক্রান্ত ফল সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা ।

 লিচু গাছ তলায় শুকানো খড়ে আগুন দিয়ে তাতে ধুপ দিয়ে ধোঁয়া দিতে হবে । এতে এ পোকা মথ বা কীড়া বিতড়িত হবে । ফলে লিচুর মধ্যে ডিম পারবে না ।

 বোম্বাই জাতে এ পোকার আক্রমণ বেশি হয় তাই আক্রমণ প্রবণ এলাকায় চায়না ৩ জাত রোপন করা ।

 আক্রমণ বেশি হলে সাইপারমেথ্রিন গ্রুপের রিপকোর্ড ১০ ইসি বা রেলেথ্রিন ১০ ইসি  বা সাইপেরিন ১০ ইসি ১ মিলি/লি.পানিতে মিশিয়ে অথবা কার্বাসালফান গ্রুপের মারশাল ২০ ইসি ২ মিলি/লি. পানিতে মিশিয়ে স্প্রে করা ।