রোগের জীবানু মুকুলে, কচি ফলে এবং নতুন ডগায়
সাদা পাউডারের আবরণ সৃষ্টি করে । দৃশ্যমান সাদা পাউডার প্রকৃতপক্ষে ছত্রাকজালিকা এবং
বীজ অনুর সমষ্টি । জীবানু মুকুল থেকে অতিরিক্ত খাদ্য রস শোষণ করার ফলে আক্রান্ত মুকুল
শুকিয়ে যায় ।
ব্যবস্থাপনা:
পানি স্প্রে করলে রোগের প্রকোপ কমানো যায়
। মুকুলে সাদা পাউডারের আবরণ দেখা দিলেই ম্যাকভিট ৮০ ডিএফ/ম্যাকসালফার ৮০ ডব্লিউপি
প্রতি লিটার পানিতে ২গ্রাম হারে স্প্রে করতে হবে ।