ফল ঝরা লিচুর সাধারণ সমস্যা । আবহাওয়া শুষ্ক
হলে বা গাছে হরমোনের অভাব থাকলে ফল ঝরে পড়তে পারে । গুটি অবস্থায় ফল ঝরতে পারে । ফল
বাদামী থেকে কাল রং ধারণ করে ।
ব্যবস্থাপনা:
• শুষ্ক আবহাওয়া বিরাজ করলে সেচের ব্যবস্থা করতে হবে ।
* ফল মটর দানা এবং মার্বেল আকার অবস্থায় ম্যাগণল
প্রতি ১০ লিটার পানিতে ৫ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে ।
* গুটি বাধার পর ম্যাকচিলি প্রতি ১০ লিটার
পানিতে ৩-৫ গ্রাম হারে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে ।