এ রোগে আক্রান্ত হলে পাতায় প্রথমে হলুদ দাগ পড়ে পরে তা বাদামী হয় । পাতা শুকিয়ে যায় ।


এর প্রতিকার হল

১. আক্রান্ত ডাল বা পাতা অপসারণ করা ।

২. হেক্সাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক কনটাফ ৫ ইসি বা কনজা ৫ ইসি বা হেক্সাগোল্ড ৫ ইসি  ১ মি. লি./ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না ।

পরবর্তীতে যা যা করবেন

১.ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।

২. পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন।

৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।