লক্ষণ:

ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। চারা গজানোর সাথে সাথে মারা যায় অথবা চারা খুব দুর্বল ও লিকলিকে হয়। চারার গায়ে বিবর্ণ দাগ দেখা যায়।

 

এর প্রতিকার হল:

১. এ রোগ দেখা দিলে বীজ তলা পানিতে ডুবিয়ে রাখলে বা প্লাবন সেচ দিলে ভাল ফল পাওয়া যায়

২. বপনের আগে প্রতি কেজি বীজে ১ গ্রাম হারে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক যেমন: ব্যাভিস্টিন বা নোইন মিশিয়ে বীজ শোধন করা।

৩. স্বল্প গভীরতায় বীজ বপন করা।