এ রোগের আক্রমণে ফলের গায়ে উচু উচু কালো দাগ সারিতে দেখা যায় এবং ফল পচে যায়।

 

প্রতিকার :

# আক্রান্ত ফল ছাটাই করে ধ্বংস করা।

# দু একটি আক্রান্ত হলেই কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক যেমন: গোল্ডাজিম বা ব্যাভিস্টিন বা নোইন ১০ লি. পানিতে ১০গ্রাম মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা। স্প্রে করার এক মাসের মধ্যে ফল খাওয়া যাবেনা