লক্ষণ:
শুকনা জমি বেশী
আক্রান্ত হয় তবে ভেজা জমিও আক্রান্ত হয় । এরা খাদ্য, পানি ও জায়গার জন্য ধান গাছের
সাথে প্রতিযোগিতা করে।
ব্যবস্থাপনা:
*গোড়াসহ আগাছা
তুলে ফেলতে হবে ।
* চারা লাগানোর
পর ক্ষেতে সেচ দিয়ে এক থেকে দের ইঞ্চি পানিতে ডুবিয়ে রাখা
* ফুল আসার আগেই
আগাছা দমন করতে হবে ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১.আক্রান্ত জমি
শুকনো রাখবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. আগাছা বীজমুক্ত
জৈব সার জমিতে প্রয়োগ করুন।