ক্ষতির লক্ষণ
আক্রান্ত গাছ নেতিয়ে পড়ে। আক্রান্ত পাতা শুকাতে থাকে ও কুঁচকে যায়। আক্রান্ত গাছ থেকে কুশির পাতা আস্তে টানলে খুলে আসে, পাতার গোড়া ও শিকড় পাঁচে যায় ।
প্রতিকার
আক্রান্ত ক্ষেতে ম্যানকোজেব + মেটালেক্সিল গ্রুপের ছত্রাক নাশক যেমন: রিডোমিল ৭২ ডব্লিউপি বা মাইক্রো ৭২ ডব্লিউপি ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. আক্রান্ত ক্ষেত থেকে সাকার সংগ্রহ করবেন না
২. আনারসের পাতা বা গাছ দিয়ে মালচিং করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. বেড তৈরি করে আনারস চাষ করুন
২. পানি নিষ্কাসনের ভাল ব্যবস্থা রাখুন।
৩. জমি চাষ দিয়ে কিছু দিন ফেলে রাখা।
৪. বপনের পূর্বে চারা/ সাকার ২ গ্রাম/ লিটার হারে পানিতে (মেটালোক্সিল+ মেনকোজেব) গ্রুপের ছত্রাক নাশক যেমন: রিডোমিল গোল্ড মিশিয়ে ১৫ মিনিট ডুবিয়ে রেখে শোধন করুন।