লক্ষণ:
ধানের চারা অবস্থা থেকে কুশী পর্যন্ত সময়ে
পূর্ণবয়স্ক থ্রিপস পোকা ও তাদের বাচ্চার রস চুষে খাওয়ার ফলে পাতা লম্বা লম্বিভাবে মুড়ে
যায় । পাতায় খাওয়ার জায়গাটা হলদে খেকে লাল দেখা যায় । যে সমস্ত জমিতে সব সময় দাড়ানো
পানি থাকে্ না । সাধারণতঃ সে সব ক্ষেতে থ্রিপস এর আক্রমণ বেশী হয় ।
প্রতিকার
:
• ইউরিয়া উপরি প্রয়োগ
করে এ পোকার ক্ষতি কিছুটা রোধ করা যায় । জমি শুকনা থাকলে পানি দিয়ে অল্প সময়ের জন্য
তলিয়ে্ দিয়ে আবার পানি বের করে ফেলা । আক্রান্ত জমির ২৫ ভাগ ধানের পাতা ক্ষতিগ্রস্থ
হলে অনুমোদিত কীটনাশক যেমন আইসোপ্রোকার্ব-২৬ গ্রাম প্রতি লিটার পানিতে ৫শতক জমি হারে
ব্যবহার করতে হবে ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন
না
পরবর্তীতে যা যা করবেন
১. রোগ সহনশীল জাত যেমন: বিআর২২, বিআর২৩,
ব্রি ধান৩১ ও ব্রি ধান৪১ চাষ করা যেতে পারে।
২. পরিস্কার পরিচ্ছন্ন চাষ করা।
৩. সুষম পরিমানে ইউরিয়া, টিএসপি এবং পটাশ
সার ব্যবহার করা।
৪. ধানের জাত অনুসারে সঠিক দুরত্বে চারা রোপণ
করা (তবে ২৫x২০ সেন্টিমিটার দূরত্বই ভাল)।