লক্ষণ : এক ধরণের পোকা আমলকির ডালের আগা ছিদ্র
করে টানেল তৈরী করে । পরবর্তীতে আক্রান্ত স্থানে গল তৈরী হয় ।
প্রতিকার :
• আক্রান্ত ডাল আপসারণ করা ।
• আক্রান্ত গাছে প্রতি লিটার পানিতে ২ মিলি লিটার পরিমাণ ক্লোরোপাইরিফস গ্রুপের
কীটনাশক যেমন : ডারসবান ২০ ইসি বা ক্লাসিক ২০ ইসি মিশিয়ে স্প্রে করতে হবে ।