ক্ষতির লক্ষণ
পূর্ণবয়স্ক বিটল ও গ্রাব পাতা খেয়ে গাছকে
পত্রশুন্য করে ফেলে।
প্রতিকার :
১. পোকাসহ আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে
ধ্বংস করা।
২. বাগানের মাটি কুপিয়ে পিউপা ধ্বংস করা।
৩. ডিম ও পূর্ণ বয়স্ক পোকা বা গ্রাব সংগ্রহ
করে ধ্বংশ করা।
৪. গাছের নিচের মাটি পলিথিন দ্বারা ঢেকে দেয়া।
৫. আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে 2
মিলি রগর টাফগর, সানগর বা সুমিথিয়ন 2 মিলি মিপসিন বা সপসিন মিশিয়ে স্প্রে করা।