ক্ষতির লক্ষণ
এ রোগের আক্রমনে ফলে উচু দাগ পড়ে কখনও কখনও
পাতা ও কান্ডে দাগ দেখা যায়। আক্রান্ত পাতার নিচের দিকে স্পর্শ করলে খসখসে লাগে।লেবুর
পাতা সুড়ঙ্গকারী পোকার আক্রমন এ রোগ ডেকে আনে।
প্রতিকার :
# আকান্ত গাছ তুলে ধ্বংস করা ধ্বংস করা।
# গাছের পাতা শুকনো থাকা আবস্থায় বাগানের
পরিচর্যা করা ও বাগান পরিচ্ছন্ন রাখা।
#লেবুর পাতা সুড়ঙ্গকারী পোকার আক্রমন প্রতিহতের
জন্য ব্যবস্থা নেয়া যেমন:* শীতের সময় বিশেষ করে জানুয়ারি- ফেব্রুয়ারি মাসের মধ্যে আক্রান্ত
পাতা ছাঁটাই করে পুড়িয়ে দিতে হয় ।
• প্রতি লিটার পানিতে ১২০ মিলিলিটার নিমের খৈলের নির্যাস বা নিম তেল মিশ্রিত
করে আক্রান্ত গাছে ভাল ভাবে পাতা ভিজিয়ে স্প্রে করে এই পোকা দমন করা যায় ।
• ১০-২০লিটার পানিতে ১ কেজী নিমের খৈল মিশিয়ে ১৫ দিন অন্তর স্প্রে করলে এ
পোকা দমন হয় ।
• তামাক নির্যাস ও সাবান গোলা পানি স্প্রে করে দিলেও এ পোকা দমন হয় ।
• আক্রমণ বেশি হলে এ পোকা দমনের জন্য ডায়াজিনন ৬০ ইসি বা ফেনথোয়েট ৫০ ইসি
২ মিলিলিটার হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ।
# # টিল্ট ২৫০ ইসি ১০ লি. পানিতে ৫ মি.লি.
মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা।