ক্ষতির লক্ষণ
রোগে আক্রান্ত হলে পাতায়, কচি ডগা বা ফলে
পাউডারের মত বস্তু দেথা যায়। এটি প্রকৃতপক্ষে ছত্রাকজালিকা এবং বীজ অনুর সমষ্টি ।
ব্যবস্থাপনা
পানি স্প্রে করলে রোগের প্রকোপ কমানো যায়
।
* মুকুলে সাদা পাউডারের আবরণ দেখা দিলেই ম্যাকভিট
৮০ ডিএফ/ম্যাকসালফার ৮০ ডব্লিউপি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে
হবে ।