ক্ষতির লক্ষণ
পরগাছা গাছের গায়ে জড়িয়ে থেকে গাছের পুষ্টিতে
ভাগ বসায় এবং বৃদ্ধি ব্যহত করে গাছের ক্ষতি করে ।
প্রতিকার :
১. ফুল আসার আগেই পরগাছা গাছ থেকে মূল/ শিকড়সহ
অপসারণ করে ধ্বংস করা।
২. আক্রান্ত ডাল আপসারণ করা।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. পরগাছা বা পরগাছাবীজমুক্ত চারা/ বীজ লাগান
২. নিয়মিত বাগান পরিদর্শন করুন।