ক্ষতির লক্ষণ

 

পাতার মধ্যশিরা হলদে হয়ে যায় এবং শেষ পর্যায়ে হলুদাভ রং ধারণ করে । শিরা উপশিরাগুলো ক্রমশ গাঢ় সবুজ হতে থাকে, শিরা দুর্বল ও পাতা কুঁকড়িয়ে ডাই-ব্যাক রোগের এর সৃষ্টি করে । সাইলিড পোকা দ্বারা এই রোগ বিস্তার লাভ করে ।

প্রতিকার :

১. বাগান পরিষ্কার/পরিচ্ছন্ন রাখতে হবে ।

২. আক্রান্ত গাছ উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে ।

৩. রাসায়নিক দমন: মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতিমাসে একবার ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন: অ্যাডমায়ার বা ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক যেমন: সুমিথিয়ন ২ মিলি./ লি. হারে পানিতে মিশিয়ে কমলা ও নিকটস্থ কামিনী গাছে ছিটিয়ে সাইলিড পোকা দমন করতে হবে ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

 

১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না

পরবর্তীতে যা যা করবেন

 

১. জীবানুমুক্ত চারা/ বীজ লাগান

২. ৯০% সাইলিডবাগ লেডিবার্ড বিটল দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই এদের রক্ষা করুন

৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।