ক্ষতির লক্ষণ
এ পোকার বাচ্চা বা নিম্ফ গাছের পাতা, পাতার
বোঁটা, কচি ডগা এবং ফল হতে রস চুষে খেয়ে গাছের ক্ষতি করে । এরা দু’ভাবে ক্ষতি করে থাকে
। প্রথমতঃ রস চুষে খাওয়ার ফলে গাছের জীবনীশক্তি হ্রাস পায় । দ্বিতীয়তঃ রস চুষে খাওয়ার
সময় এরা গাছের রসের মধ্যে সাইট্রাস গ্রীনিং রোগের ভাইরাস বহন করে এবং মিষ্টি আঠালো
পদার্থ নিঃসরণ করে । মারাত্মকভাবে আক্রান্ত গাছের সমস্ত পাতা ফ্যাকাশে হয়ে যেতে পারে
এবং কুঞ্চিত হয়ে যায়।
সমন্বিত ব্যবস্থাপনা
• পোকা সহ আক্রান্ত পাতা বা ডাল অপসারণ করা
* মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতিমাসে
একবার ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন: অ্যাডমায়ার বা ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক
যেমন: সুমিথিয়ন ২ মিলি./ লি. হারে পানিতে মিশিয়ে মালটা ও নিকটস্থ কামিনী গাছে ছিটিয়ে
সাইলিড পোকা দমন করতে হবে ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. আগাছা পরিস্কার করুন
২. ৯০% সাইলিডবাগ লেডিবার্ড বিটল দ্বারা নিয়ন্ত্রিত
হয়, তাই এদের রক্ষা করুন
৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।