লক্ষণ:
লক্ষীর গু বা ভূয়াঝুল
রোগ ধান পাকার সময় দেখা যায়। ছত্রাক ধানে চাল হওয়ার শুরুতেই আক্রমণ করে এবং বাড়ন্ত
চালকে নষ্ট করে বড় গুটিকা সৃষ্টি করে। গুটিকার ভেতরের অংশ হলদে কমলা রং এবং বহিরাবরণ
সবুজ অথবা কাল হয়। কচি গুটিকাগুলো ১ সেমি এবং পরিপক্ক অবস্থায় আরও বড় আকারের হতে পারে।
এক রকমের আঠা জাতীয় পদার্থ থাকার জন্য গুটিকা থেকে ক্ল্যামাইডোস্পোর জাতীয় অনুজীব সহজে
বের হয় না। সাধারণত: কোন শীষে কয়েকটা ধানের বেশী আক্রমণ হতে দেখা যায় না।
ব্যবস্থাপনা:
১. আক্রান্ত গাছ
বা শীষ তুলে ফেলা এ রোগ দমনের সবচেয়ে ভাল উপায়। তবে এটি সকাল বেলা আক্রান্ত শীষ পলি
ব্যাগে সাবধানে আবদ্ধ করে গাছ তুলতে হবে যাতে স্পোর ছড়াতে না পারে।
২. ক্ষেত আক্রান্ত
হবার আশঙ্কা থাকলে শিষ বের হবার পরই জমিতে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক যেমন:
ব্যাভিস্টিন বা নোইন ১ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১.আক্রান্ত জমি
থেকে বীজ সংগ্রহ করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. ফসল কাটার পর
আক্রান্ত জমি ও তার আসে-পাশের জমির নাড়া পুড়িয়ে দিন।