যেকোন বয়সের গাছে এ রোগ হতে পারে । রোগাক্রান্ত
গাছের পাতা প্রথমে হলদে এবং পরে বাদামী রং ধারণ করে । গাছের শাখা প্রশাখা আগা থেকে
শুকিয়ে যেতে শুরু করে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ গাছটি মরে যায় ।
এর প্রতিকার হল
১. ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা
২. আক্রান্ত গাছের গোড়ার মাটিতে জিপসাম অথবা
চুন প্রয়োগ করা ।
৩. মাঠে/ বাগানে পানি নিস্কাশনের ব্যবস্থা
করা ।
৪. রোগের প্রাথমিক অবস্থায় ১% বর্দোমিকচার
বা কুপ্রাভিট (৪গ্রাম/লিটার) স্প্রে করা ।