লক্ষণ
পটাশের ঘাটতি হলে পেপের পুরাতন পাতার শিরার
মধ্যবর্তী অংশ হলুদ হয়ে যায়। পাতা কিনারা থেকে শুকাতে শুরু করে আস্তে আস্তে কেন্দ্রের
দিকে অগ্রসর হয় ।
প্রতিকার
* গাছের বয়স অনুসারে গাছ প্রতি ৫০-১০০ গ্রাম
এমওপি সার প্রয়োগ করা
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১ একই জমিতে বার বার পেপে চাষ করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. মাটি পরীক্ষা করে জমিতে সার প্রয়োগ করুন
২. সুষম সার ব্যবহার করা