লক্ষণ:

১. সবুজ শ্যাওলা মাটি ঢেকে রাখতে দেখা যায় ।

২. ধানের বাড়-বাড়তি কমে যায় ।

৩. দীর্ঘ সময় জমিতে শ্যাওলা থাকলে কুশি ফ্যাকাসে হতে দেখা হয় ।

ব্যবস্থাপনা:

১. শিকড় গজানো পর্যন্ত জমিতে ছিপছিপে পানি রেখে তারপর মাঝে মাঝে ক্ষেত শুকিয়ে আবার সেচ দিন

২. বেশি আক্রান্ত জমিতে বিঘা প্রতি ১৫০ - ২৫০ গ্রাম হারে কপার সালফেট বা তুতে বালিতে মিশিয়ে প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না:

জমিতে শ্যাওলা হওয়ার আশঙ্কা থাকলে জমি তৈরির সময় ইউরিয়া সার প্রয়োগ করবেন না।

পরবর্তীতে যা যা করবেন:

১. চারা রোপনের ১০-১৫ দিন পর থেকে ধান ক্ষেতে একনাগারে পানি জমিয়ে না রেখে মাঝে মাঝে শুকিয়ে দিয়ে এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রয়োগ করুন।

২. চারা রোপনের অন্তত ১০ দিন পর ইউরিয়া সার প্রয়োগ করুন।