লক্ষণ:

আক্রান্ত পাতা প্রথমে হালকা হলুদ এবং পরে গাঢ় হলুদ থেকে কমলা বর্ণের হয়ে যায় । কচি পাতাগুলো পুরাতন পাতার খোলের মধ্যে আটকে থাকে । পাতা ও কান্ডের মধ্যবর্তী কোণ বেড়ে যায় ও গাছ খাটো হয় । আক্রন্ত ধান গাছ পাতা পর্যন্ত বেঁচে থাকলে ও আক্রমণ তীব্র হলে গাচ টান দিলে উঠে আসে এবং শুকিয়ে খড়ের মত হয়ে যায় । বিক্ষিপ্তভাবে কিছু কিছু গাছের প্রথমে হলুদ হয়ে আক্রন্ত গুছির সংখ্যা বাড়তে থাকে । অনেক সময় বীজতলাতেই টুংরো আক্রমাণে হলুদ বর্ণের চারা দেখা যায় । কিছুটা নাইট্রোজেনের ঘাটতির মত মনে হয় ।

 

ব্যবস্থাপনা:

# আলোর ফাঁদ ব্যবহার করে সবুজ পাতা ফড়িং মেরে ফেলা ।

# আড়ালি ঘাস, বাওয়া ধান ইত্যাদি বা অন্যন্য আগাছা নিধন করা

# হাত জালের প্রতি একশত টানে ৪০-৫০ টি সবুজ পাতাফড়িং পাওয়া গেলে অনুমোদিত কীটনাশক অনু্মোদিত মাত্রায় ব্যবহার করা যেতে পারে । যেমনঃ ফেনথয়েট ১০লিটার পানিতে ২০ মিলি প্রতি ৫শতক হারে ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

 

পরবর্তীতে যা যা করবেন না

১. টুংরো আক্রান্ত জমির আশেপাশে বীজতলা করা থেকে বিরত থাকুন ।