লক্ষণ:
আক্রান্ত গাছের পাতা হলুদ হতে থাকে। চারার
গোড়া ও শিকড় পচে যায়, চারা নেতিয়ে পড়ে গাছ মারা যায় ।
প্রতিকার
১. আক্রান্ত গাছ অপসারণ করা
২. কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন:
ব্যাভিস্টিন ২ গ্রাম / লিটার হারে পানিতে মিশিয়ে গোড়ার মাটিসহ ভিজিয়ে দেওয়া।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. আগাম বীজ বপন করা
২. সুষম সার ব্যবহার করা
৩. রোগ প্রতিরোধী জাত যেমন: বারি জাতের চাষ
করা