এ রোগের আক্রমণে পাতার উপর পার্পল, লাল বা হলুদ এবং হালকা সবুজ রঙের দাগ দেখা যায়। দাগের কেন্দ্রের দিকে ঘাঢ় ধুসর বর্ণের বেষ্টনি থাকে।

প্রতিকার :

আক্রান্ত পাতা কেটে নষ্ট করা বা পুড়ে ফেলা। আক্রান্ত গাছে কুপ্রাভিট 4 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. একই জমিতে বার বার স্ট্ররেরি চাষ করবেন না

২. গাছে উপরি সেচ না দেয়া

পরবর্তীতে যা যা করবেন

১. ফল সংগ্রহ শেষে আক্রান্ত জমির ফসলের অবশিষ্টাংশ পুড়ে ফেলুন

২. সুষম সার ব্যবহার করা