লক্ষণ:

১. ধান গাছের গোড়া কেটে দেয় ।

২. ধানের গাছ মরে যায়, মাজরা পোকা কাটার মত লক্ষণ দেখা যায় ।

৩. এক সঙ্গে অনেক পোকা আক্রমণ করলে ধানের ব্যাপক ক্ষতি হয় ।

৪. পোকা দেখতে কালো, লম্বাটে ও দুটি খন্ড দৃশ্যমান ।

 

ব্যবস্থাপনা:

১. এ পোকা পানি পছন্দ করে না তাই এদের তাড়াতে ক্ষেতে সেচ দিয়ে ছিপছিপে পানি রেখে দিন

২. আক্রান্ত জমিতে অর্গানো ফসফরাস গ্রুপের কীটনাশক যেমন: রাগবী ১০ জি ২০ কেজি/ হেক্টর হারে প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়।

উৎস: দৈনিক প্রথম আলো ( তারিখ: ১৮/০৪/১৫ পৃষ্ঠা: ৯ কলাম: ২)