লক্ষণ :

এ পোকা গমের কুশি / মাইজ কেটে দেয়। আক্রান্ত কুশি হলুদ হতে থাকে এবং এক সময় মারা যায় ।

প্রতিকার :

১. আক্রান্ত কুশি সংগ্রহ করে ধ্বংস করা।

২. কারটাপ গ্রুপের কাটাপ ৫০ এসপি বা কারটাপ ৫০ এসপি ২.৫ গ্রাম./ লি. হারে বা কার্বোসালফান গ্রুপের মারশাল ২০ ইসি ২মিলি. লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

৩. কার্বোফুরান ১০ কেজি / হে. হারে প্রয়োগ করা।