এ রোগের আক্রমণে পুরানা পাতার উপর হলুদ দাগ
পড়ে। দাগের আকার ক্রমশ বড় হয় এবং বাদামি বর্ণ ধারণ করে ।
প্রতিকার :
১. আক্রান্ত পাতা কেটে নষ্ট করা বা পুড়ে ফেলা।
২. সুষম সার ব্যবহার করা।
৩. আক্রান্ত গাছে কার্বেন্ডাজিম ২ গ্রাম প্রতি
লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর স্প্রে করা।